home
***
CD-ROM
|
disk
|
FTP
|
other
***
search
/
Chip 2011 November
/
CHIP_2011_11.iso
/
Programy
/
Linux
/
Ubuntu_64-bit
/
ubuntu-11.04-desktop-amd64.iso
/
isolinux
/
bn.hlp
< prev
next >
Wrap
Text File
|
2011-04-27
|
15KB
|
139 lines
F1Ubuntu এ স্বাগতম!Ubuntu 11.04 এর লাইভ সিস্টেম। এটি তৈরী করা
হয়েছিল 20110427.1 তারিখে।
সহায়িকার সূচীপত্র
কী বিষয়
<F1F1> এই পাতা, সহায়িকা ইনডেক্স।
<F2F2> Ubuntu চালানোর করার জন্য প্রয়োজনীয় উপকরণ।
<F3F3> এই সিস্টেমটি বুট করার বিকল্প পদ্ধতি সমূহ।
<F4F4> বুট করার অতিরিক্ত পদ্ধতি সমূহ; এটি কোন সিস্টেমকে পুনরুদ্ধারে সাহায্য করে।
<F5F5> বুট এর বিশেষ প্যারামিটার সমূহ।
<F6F6> বিশেষ সরঞ্জামের উপযোগী বুট প্যারামিটারসমূহ।
<F7F7> বিশেষ ডিস্ক নিয়ন্ত্রকের জন্য বিশেষ বুট প্যারামিটারসমূহ।
<F8F8> বুটস্ট্রাপ সিস্টেমের জন্য বুট প্যারামিটারসমূহ।
<F9F9> কিভাবে সহায়তা পেতে পারেন।
<F10F10> কপিরাইট এবং ওয়ারেন্টিসমূহ।
বিস্তারিত জানতে F2 থেকে F10 চাপুন অথবা সহায়িকা বন্ধ করে দিতে Esc বাটন চাপুন।F2উবুন্টু ইনস্টলের পূর্বশর্তউবুন্টু লাইভ পদ্ধতিতে ব্যবহার করতে নূন্যতম ৩৮৪ মেগাবাইট মেমরী প্রয়োজন হবে।
লাইভ পদ্ধতিতে ব্যবহার করতে আপনার হার্ডডিস্কের কোন অংশ ব্যবহৃত হবে না। তবে
হার্ডডিস্কে যদি আগে থেকে লিনাক্স ইনস্টল করা থাকে তবে সেই সোয়াপ স্থানটি
ব্যবহৃত হতে পারে।
বিস্তারিত জানতে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নসমূহ দেখুন; এটি উবুন্টু ওয়েবসাইটে
পাওয়া যাবে, http://www.ubuntu.com/
উবুন্টু বেছে নেয়ার জন্য ধন্যবাদ!
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F3বুট পদ্ধতিসমূহসম্ভাব্য বুট পদ্ধতিসমূহ
কম্পিউটারে কোন পরিবর্তন না করেই উবুন্টু ব্যবহার করুন
উবুন্টু লাইভ সেশন চালু করুন। ইনস্টল করতে চাইলে পরবর্তীতে ডেক্সটপের
"ইনস্টল" বাটন ব্যবহার করে করতে হবে।
উবুন্টু ইনস্টল করা
ইনস্টল শুরু করুন।
মেমরী পরীক্ষা করা
মেমরী পরীক্ষা করুন।
(অন্যান্য সংক্রান্ত অপারেটিং সিস্টেমের নাম "উবুন্টু" দ্বারা প্রতিস্থাপন করা
যাবে। এই সহায়তা টেক্সট সামগ্রিক)
এই বুট মেথডের যে কোন একটি ব্যবহার করতে, কার্সার কীর সাথে মেনু থেকে নির্বাচন
করুন। বিকল্প আরম্ভ করা এবং ইনস্টলেশন মেথড F4 চাপুন। বুট প্যারামিটার সম্পাদন
করতে F6 চাপুন। সাধারন বুট প্যারামিটারের মেনু থেকে পুনরায় F6 চাপুন।
অভিজ্ঞ মোড ছাড়া, ক্রিটিকাল নয় এরূপ কার্নেল বার্তা গোপন রাখা হয়।
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F4ক্ষতিগ্রস্থ সিস্টেমকে পুনরুদ্ধারকরণএই ডিস্কে কোন নিবেদিত উদ্ধার মোড নেই। যদিও, যতক্ষণ পর্যন্ত ডিস্ক সম্পুর্ণ
ব্যবহারকারী এনভারনমেন্ট দিবে, ভাঙ্গা সিস্টেম উদ্ধারের জন্য কমান্ড লাইন
ব্যবহার করা সম্ভব এবং/অথবা গ্রাফিকাল টুল একটি দেওয়া হয়, এবং সহায়তা
অনুসন্ধানের জন্য ওয়েব ব্রাউজার ব্যবহার। সঠিকভাবে বুট করতে যদি আপনার সাধারণ
সিস্টেম প্রায় একই রকম সমস্যা হয় তাহলে ব্যাপক পরামর্শ অনলাইনে বিদ্যমান।
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F5বিশেষ বুট প্যারামিটার - সারসংক্ষেপকোন কোন কম্পিউটারে, আপনাকে সিস্টেম বুট করার জন্য F6 চেপে কোন একটি
প্যারামিটার নির্ধারন করে দিতে হবে।উদাহরণ স্বরূপ, লিনাক্স সম্ভবত
স্বয়ংক্রিয়ভাবে আপনার হার্ডওয়্যার চিহ্নিত করতে পারেনা, এবং আপনাকে এটির
অবস্থান অথবা ধরণবিশদভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে করে এটি চিনতে
পারার যায়।
আপনার উপযোগী সঠিক বুট প্যারামিটার ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন:
<F6F6> বিশেষ সিস্টেমের বুট প্যারামিটার
<F7F7> একাধিক ডিস্ক নিয়ন্ত্রণের বুট প্যারামিটার
<F8F8> বুট স্ট্র্যাপ সিস্টেম দ্বারা বুট প্যারামিটার বোঝা যায়
বুটস্ট্র্যাপ সিস্টেম দ্বারা অনেক কার্নেল মডিউল চলন্ত অবস্থায় লোড হয়, এবং
কমান্ড লাইনে এই মডিউলের জন্য প্যারামিটার দেওয়া যাবেনা।
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F6SPECIAL BOOT PARAMETERS - VARIOUS HARDWAREবুট মেথডের সমাবেশে F6 চেপে আপনি বর্ণিত বুট প্যারামিটার ব্যবহার করতে পারেন
(<F3F3> লিঙ্কটি দেখুন)।যদি হেক্স নাম্বার ব্যবহার করার জন্য 0x prefix
(e.g., 0x300) ব্যবহার করতে হবে।
হার্ডওয়্যার PARAMETER TO SPECIFY
আই.বি.এম. পিএস/১ অথবা ভ্যালুপয়েন্ট (IDE disk)
hd=cylinders,heads,sectors
কিছু IBM থিঙ্কপ্যাড floppy.floppy=thinkpad
I/O পোর্ট ক্ষেত্র সুরক্ষা reserve=iobase,extent[,...]
ল্যাপটপে স্ক্রীন প্রদর্শনে সমস্যা vga=771
জেনেরিক IDE ড্রাইভার ব্যবহার করতে বাধ্য
all_generic_ide=1
সম্ভাব্য (অস্থায়ী) ওয়ার্কঅ্যারাউন্ডের জন্য লকআপ অথবা হার্ডওয়্যার ব্যর্থতা:
বাগি APIC বিঘ্নিত রাউট করতে নিষ্ক্রিয় noapic nolapic
(আংশিকভাবে) ACPI নিষ্ক্রিয় acpi=noirq অথবা acpi=off
USB নিষ্ক্রিয় nousb
বিঘ্নের জন্য পোল irqpoll
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F7বিশেষ বুট প্যারামিটার - বিভিন্ন ডিস্ক ড্রাইভবুট মেথডের সমাবেশে F6 চেপে আপনি বর্ণিত বুট প্যারামিটার ব্যবহার করতে পারেন
(<F3F3> লিঙ্কটি দেখুন)।
হার্ডওয়্যার PARAMETER TO SPECIFY
Adaptec 151x, 152x aha152x.aha152x=iobase[,irq[,scsi-id[,reconnect]]]
Adaptec 1542 aha1542.aha1542=iobase[,buson,busoff[,dmaspeed]]
Adaptec 274x, 284x aic7xxx.aic7xxx=no_reset (যদি শূণ্য নয় এরূপ সক্রিয়
থাকে)
BusLogic SCSI Hosts BusLogic.BusLogic=iobase
অবশ্যম্ভাবী DELL মেশিন aic7xxx.aic7xxx=no_probe
এই তালিকা অসম্পূর্ণ, আরও বেশির জন্য কার্নেলের kernel-parameters.txt ফাইল
দেখুন।
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F8বিশেষ বুট প্যারামিটার - ইনস্টলেশন সিস্টেমবুট মেথডের সমাবেশে F6 চেপে আপনি বর্ণিত বুট প্যারামিটার ব্যবহার করতে পারেন
(<F3F3> লিঙ্কটি দেখুন)।কিভাবে বুটস্ট্র্যাপ সিস্টেম কাজ করবে তা এই
প্যারামিটার কন্ট্রোল করে।
ফলাফল প্যারামিটার
PCI ম্যাপের জন্য ACPI নিষ্ক্রিয় (কিছু HP সার্ভার এবং Via-based machine এর
জন্য দরকার) pci=noacpi
ব্রেইল tty ব্যবহার brltty=driver,device,texttable
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F9সহায়তা নেওয়াউবুন্টু চালু করতে না পারলে হতাশ হবেন না! ঊবুন্টু টীম আপনাকে সাহায্য করতে
প্রস্তুত! যে কোন ধরনের আরম্ভ করার সমস্যা শোনার জন্য আমরা অপেক্ষা করছি, কারন
সাধারণত এটি শুধুমাত্র এক জনের জন্য হয়না।আমরা হয় ইতোমধ্যে আপনার নির্দিষ্ট
সমস্যা শুনে ফেলেছি এবং দ্রুত ঠিক করা যাবে, অথবা এটি শোনার জন্য আমরা অপেক্ষা
করছি এবং আপনার সাথে কাজটি করব, এবং পরবর্তী ব্যবহারকারী যে কিনা একই সমস্যার
সম্মূখীন হবে তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে সুবিধা হবে।
বিস্তারিত জানতে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নসমূহ দেখুন; এটি উবুন্টু ওয়েবসাইটে
পাওয়া যাবে, http://www.ubuntu.com/
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।F10কপিরাইট ও ওয়ারেন্টিUbuntu (C) ২০০৪-২০১০ Canonical Ltd. কর্তৃক সংরক্ষিত, সাথে রয়েছে ভিন্ন লেখক ও
অংশগ্রহনকারীদের অবদান।
ঊবুন্টু সিস্টেম বিনামূল্যে বিতরণযোগ্য।সিস্টেম চালু করার পর, প্রত্যেক
প্যাকেজের নির্দিষ্ট পরিবর্তনশীল শর্তাবলীগুলো
"/usr/shar/doc/packagename/copyright." স্থানে বর্ণিত আছে |
উবুন্টুর ওপর আইনানুযায়ী কোনোরকম WARRANTY প্রযোজ্য নয় ||
এই সিস্টেমটি ডেবিয়ান-এর উপর ভিত্তি করে তৈরি। বিস্তারিত জানার জন্য ও ডেবিয়ান
প্রজেক্ট সম্পর্কে জানতে হলে দেখুন http://www.debian.org/
সাহায্য সূচির জন্য F1 এবং প্রস্থান করতে Escape বাটন চাপতে হবে।